নয়াদিল্লি, ৪ জুন : শুরু হয়ে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোটগণনা। দেশজুড়ে মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগণনা। প্রতিটি গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রথমে গোণা হচ্ছে পোস্টাল ব্যালট, তারপর হোম ভোটিং-এর ব্যালট এবং সবশেষে ইভিএম-এর ভোট গণনা হবে। ৫৪৩টি সংসদীয় আসনের ৫৪২টি কেন্দ্রের জন্য প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে এদিন। প্রসঙ্গত, বিজেপি আগেই সুরাট আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে।
গত ১৯ এপ্রিল থেকে ৭-দফায় লোকসভা ভোট হয়েছে দেশে। পশ্চিমবঙ্গে ৭ দফাতেই ভোট হয়েছে। এবার গণনা ও ফলপ্রকাশের প্রতীক্ষা। প্রথম দফার ভোট হয়েছিল ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল হয়েছিল দ্বিতীয় দফার ভোট, এরপর ৭ মে তৃতীয় দফার ভোটগ্রহণ হয়, ১৩ মে হয় চতুর্থ দফার ভোটগ্রহণ, ২০ মে পঞ্চম দফার ভোটগ্রহণ হয়েছিল, এরপর ২৫ মে হয় ষষ্ঠ দফার ভোট এবং সপ্তম তথা অন্তিম দফার ভোট হয় ১ জুন। ৫৪৩টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য দরকার ২৭২টি লোকসভা আসন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও ওডিশা বিধানসভা নির্বাচনের ভোটগণনাও হচ্ছে এদিন, পাশাপাশি পশ্চিমবঙ্গ-সহ কিছু রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও গণনা করা হচ্ছে।