Country

1 week ago

Kiren Rijiju : যে কোনও বিষয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত : কিরেন রিজিজু

Kiren Rijiju
Kiren Rijiju

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  যে কোনও বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত সরকার। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে এই বার্তা রাখলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ২৫ নভেম্বর আজ থেকে শুরু শীতকালীন অধিবেশন, চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। শীতকালীন অধিবেশনের প্রাক্কালে রবিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, "বৈঠকে ৩০টি রাজনৈতিক দলের মোট ৪২ জন নেতা উপস্থিত ছিলেন। অনেক বিষয় রয়েছে। সবাই আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন, আমরা চাই লোকসভা ও রাজ্যসভায় ভালো আলোচনা হোক। সরকার যে কোনও বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। আমাদের একটাই অনুরোধ, সদন ভালোভাবে চলতে দেবেন, যেন কোনও হট্টগোল না হয়। প্রত্যেক সদস্যই আলোচনায় অংশ নিতে চায়, কিন্তু সদন ভালোভাবে চালাতে হবে... শীতকালীন অধিবেশন ভালো, সকলের সহযোগিতা প্রয়োজন এবং সকলের অংশগ্রহণ আবশ্যক।”

কিরেন রিজিজু আরও বলেছেন, "আগামীকাল অধিবেশন শুরু হবে। পরশু কোনও লোকসভা অথবা রাজ্যসভা অধিবেশন থাকবে না, কারণ ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্ণ হবে। ওই দিন সংবিধান দিবস পালিত হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেবেন এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করতে যাচ্ছি। এতে সংবিধান সম্পর্কিত অনেক বিষয় প্রকাশিত হতে যাচ্ছে। সংবিধান প্রণয়নের আগে কী প্রক্রিয়া ছিল তা অনেকেই জানেন না। বইটি সাধারণ বই নয়।"

You might also like!