পটনা, ২৪ সেপ্টেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র দুদিনের সফরের শেষ দিনে শনিবার সাংবাদিকদের তিনি বলেন, এখন আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসব। লালু যাদব ও নীতীশ কুমারকে কটাক্ষ করে বলেন, দুই নেতাই বুড়ো হয়ে গেছেন। সিবিআই যখন রাহুল গান্ধীকে ভয় পায় না, তখন তেজস্বী যাদবকে কী ভয় পায়।অমিত শাহ বলেন, সীমাঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চল করার কোনও পরিকল্পনা নেই। এটি বিহারের একটি অংশ এবং বিহারেই থাকবে। সবাই নিরাপদ থাকবে। কাউকে কোনোভাবেই নিরাপত্তাহীন বোধ করতে হবে না। নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ জন্য আমাদের কোনো তাড়াহুড়ো নেই। এখন আমাদের ফোকাস ২০২৪ লোকসভা নির্বাচন। এই নির্বাচনের পরই আমরা বিহারের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করব।অমিত শাহ বিহারের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নীতীশ কুমার আরজেডি-র সঙ্গে গিয়েছেন। নীতীশ কুমার এবং লালু যাদব উভয়েই বিহারকে বিভ্রান্ত করছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নীতীশ কুমার কোথাও নেই। তিনি কোথাও থেকে নির্বাচনে লড়বেন না। নীতীশ কুমারের বিজেপিতে যোগদানের সমস্ত পথ বন্ধ হয়ে গেছে।