Country 5 months ago

গোরক্ষনাথ মন্দিরে কন্যা পুজো করলেন যোগী, দেশবাসীর মঙ্গল কামনা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর

Yogi Aditya Nath

 


গোরক্ষপুর, ৪ অক্টোবর : নবরাত্রির নবম দিনে, উত্তর প্রদেশের গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরে কন্যা পুজো করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কন্যা পুজো করে দেশবাসীর মঙ্গল কামনা করেছেন মুখ্যমন্ত্রী যোগী। টুইট করে যোগী জানিয়েছেন, "পবিত্র শারদীয়া নবরাত্রি উপলক্ষে মহানবমীর দিন কন্যা পুজো করে দেশবাসীর মঙ্গল কামনা করেছি। মা ভগবতীর আশীর্বাদ আমাদের সকলের ওপর অটুট থাকুক। জয় মাতা কি!"

যোগী একটি ভিডিও বার্তায় এদিন জানান, যারা ধর্ম, সত্য ও ন্যায়ের পথে চলেন তাঁদের সর্বদা জয় হয়। পুজো মণ্ডপ ও মন্দিরে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং সদিচ্ছাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন পরে তিনি গোরক্ষপুরের শ্রীনাথজি মন্দিরে গিয়ে পূজার্চনা করেছেন।


You might also like!