Country

1 week ago

New Delhi Air Pollution : বাতাসের গতি বেড়েছে দিল্লিতে, গোপাল রাই বললেন আবহাওয়ার উন্নতি হবে শীঘ্রই

File image : Gopal Rai
File image : Gopal Rai

 

নয়াদিল্লি, ১৮ নভেম্বর : বায়ুদূষণের কবল থেকে মুক্তি পাচ্ছেই না রাজধানী দিল্লি। শনিবার জাতীয় রাজধানীর আবহাওয়া থাকল দূষণের কবলে। তবে, দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই আশা ব্যক্ত করে বলেছেন, দিল্লিতে হাওয়ার গতি বেড়েছে, ফলে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হতে পারে।


দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই শনিবার সকালে বলেছেন, "দীপাবলি উৎসবের পর থেকেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ''খারাপ'' বিভাগে রয়ে গিয়েছে। কিন্তু এখন বাতাসের গতি পরিবর্তিত হয়েছে এবং উন্নতি দেখা যাচ্ছে, আমরা ইতিবাচক দেখতে পাচ্ছি। আমরা আশা করছি পরিস্থিতির দ্রুত উন্নতি হবে যাতে মানুষ স্বস্তি পাবেন... আমরা আরও আশা করছি, আগামী ২-২দিনের মধ্যে খড় পোড়ানোর ঘটনাও কমবে, কারণ কৃষকরা আগামী চাষের মরসুমের জন্য বীজ বপনে ব্যস্ত থাকবেন।"

You might also like!