Country

4 weeks ago

Fire in paint company: রেওয়াড়ি: পেইন্ট কোম্পানির গুদামে আগুনে কোটি টাকার সামগ্রী ভস্মীভূত

Fire broke out in Pain Factory  (Symbolic Picture)
Fire broke out in Pain Factory (Symbolic Picture)

 

রেওয়াড়ি, ১২ নভেম্বর  : হরিয়ানার রালিয়াবাস গ্রামের একটি গুদামে শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে রেওয়ারি এবং গুরুগ্রাম, মানেসার সহ অন্যান্য জেলার প্রায় ২৫টি দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আশেপাশের কিছু বাড়িও খালি করা হয়েছে। আগুনে গুদামে রাখা কোটি টাকার সামগ্রী নপুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

তথ্য অনুযায়ী, দিল্লি-জয়পুর হাইওয়ের রেলিয়াওয়াস গ্রামে একটি রঙের কোম্পানির গুদাম রয়েছে। শনিবার রাতে গুদামের একটি অংশে হঠাৎ আগুন লাগে। কেউ কিছু বুঝে উঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। এসময় আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং চারদিকে ধোঁয়ায় ঢেকে যায়। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অন্যান্য জেলা থেকেও দমকল বাহিনীর অন্যান্য গাড়ি ডাকা হয়েছে। রাতভর দমকল সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যান। রবিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।

You might also like!