Country

3 weeks ago

Goods train derailed in Telangana: তেলেঙ্গানার পেড্ডাপাল্লিতে লাইনচ্যুত মালগাড়ি, প্রায় ৩৭টি ট্রেন বাতিল

Goods train derailed in Telangana
Goods train derailed in Telangana

 

পেড্ডাপাল্লি, ১৩ নভেম্বর : তেলেঙ্গানার পেড্ডাপাল্লি জেলায় লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। মঙ্গলবার রাত ১০টা নাগাদ পেড্ডাপাল্লি জেলার রাঘবপুরম এবং রামাগুন্ডমের মাঝে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। ৪৪টি ওয়াগনের ওই মালগাড়িটি লৌহ আকরিক বহন করছিল।

রেলের কক্ষ থেকে জানানো হয়েছে, ৪৪টি ওয়াগনের মধ্যে ১১টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। গতকাল রাত ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটে। প্রায় ৩৭টি ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ মধ্য রেলের পিআরও জানিয়েছেন, ৩৭টি ট্রেন বাতিল করার পাশাপাশি অনেক ট্রেন আংশিকভাবে বাতিল, ডাইভার্ট, পুনঃনির্ধারিত অথবা নিয়ন্ত্রিত করা হয়েছে।

You might also like!