Country

1 month ago

Ex-CM Ravi Naik Dies: গোয়ার মন্ত্রী রবি নায়েক প্রয়াত, শোকাহত মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত

Goa Agriculture Minister and Ex-CM Ravi Naik Dies of Cardiac Arrest
Goa Agriculture Minister and Ex-CM Ravi Naik Dies of Cardiac Arrest

 

পানাজি, ১৫ অক্টোবর : প্রয়াত হয়েছেন গোয়ার কৃষিমন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়েক। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পানাজি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন রবি, তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, প্রাণে বাঁচানো যায়নি। মঙ্গলবার গভীর রাত একটা নাগাদ মন্ত্রী রবি নায়েককে মৃত ঘোষণা করা হয়।

প্রয়াত মন্ত্রী নায়েককে শ্রদ্ধা জানিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, রবি নায়েকের নেতৃত্ব, নম্রতা এবং জনকল্যাণে অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, "আমাদের প্রবীণ নেতা এবং মন্ত্রী রবি নায়েকজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। গোয়ার রাজনীতির একজন অদম্য নেতা, মুখ্যমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর দশকের পর দশক নিবেদিতপ্রাণ সেবা রাজ্যের প্রশাসন এবং জনগণের ওপর এক ছাপ রেখে গেছে।"

You might also like!