Country

2 weeks ago

Global Technology Summit : বৃহস্পতিবার শুরু গ্লোবাল টেকনোলজি সামিট

Global Technology Summit
Global Technology Summit

 

নয়াদিল্লি, ১০ এপ্রিল : গ্লোবাল টেকনোলজি সামিট বৃহস্পতিবার দিল্লিতে শুরু হবে। চলবে শনিবার পর্যন্ত। এবারের এই সম্মেলনের মূল ভাবনা হল সম্ভাবনা। তিন দিনের এই সম্মেলনে বিশেষজ্ঞ প্যানেল এবং কৌশলগত আলোচনা সহ একাধিক পর্ব থাকবে। বিভিন্ন দেশের বহু বক্তা প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ এবং সুযোগগুলি নিয়ে আলোচনা করবেন।

You might also like!