Country

2 months ago

Girish Bapat passed away : চিকিৎসকদের সমস্ত প্রয়াস বিফলে, অকালেই প্রয়াত বিজেপি সাংসদ গিরিশ বাপট

Girish Bapat
Girish Bapat

 

পুণে, ২৯ মার্চ: প্রয়াত হয়েছেন পুণের বিজেপি সাংসদ গিরিশ বাপট। পুণের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। পুণের বিজেপি সভাপতি জগদীশ মুলিক জানিয়েছেন, বুধবার দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বিজেপি সাংসদ গিরিশ বাপট।

অত্যন্ত গুরুতর ও সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিজেপি সাংসদ গিরিশ বাপট। বুধবারই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, লাইফ সাপোর্টে রয়েছেন বিজেপি সাংসদ গিরিশ বাপট। এরপর দুপুরে পুণের বিজেপি সভাপতি জগদীশ মুলিক জানিয়েছেন, "গিরিশ বাপট আমাদের মধ্যে আর নেই।"

বিগত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন বাপট। অসুস্থ হওয়া সত্ত্বেও, তিনি কসবা পেঠ বিধানসভা কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের প্রচারে অংশ নিয়েছিলেন, যদিও সেখানে বিজেপি হেরে যায়। তিনি একজন প্রবীণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) কর্মী এবং অতীতে পাঁচবারের বিধায়ক ছিলেন।


You might also like!