বেগুসরাই, ২ সেপ্টেম্বর : আম আদমি পার্টি (এএপি)-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। সোমবার বিহারের বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, আম আদমি পার্টি অপরাধীদের দ্বারা ঘিরে থাকা একটি দল।
এএপি বিধায়ক আমানাতুল্লাহ খানের বাড়িতে ইডি-র অভিযান প্রসঙ্গে গিরিরাজ সিং আরও বলেছেন, "আম আদমি পার্টি অপরাধীদের দ্বারা বেষ্টিত একটি দল, তাঁদের মুখ্যমন্ত্রী আর্থিক জালিয়াতি, অস্ত্র কেলেঙ্কারি এবং তোলাবাজি-সহ বিভিন্ন কেলেঙ্কারির কারণে জেলে আছেন। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমানাতুল্লাহ অথবা অন্য কোনও বিধায়কের বিরুদ্ধে অভিযোগ থাকলে আদালতই তা বিচার করবে।