Country

9 months ago

Ghulam Nabi azad resign from congress : কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন গুলাম নবী আজাদ, সমস্ত পদ থেকে দিলেন ইস্তফা

Ghulam Nabi azad resign from congress
Ghulam Nabi azad resign from congress

 

নয়াদিল্লি, ২৬ আগস্ট : কংগ্রেসের দীর্ঘ সম্পর্ক ছিন্ন করলেন প্রবীণ নেতা গুলাম নবী আজাদ। শুক্রবার কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ-সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন গুলাম নবী আজাদ। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে দুঃখপ্রকাশও করেছেন আজাদ। জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে গুলাম নবী আজাদ জানিয়েছেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে ও হৃদয় বিদারকভাবে আমি জাতীয় কংগ্রেসের সঙ্গে আমার অর্ধ শতাব্দীর পুরানো সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।" প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল কংগ্রেস থেকে ইস্তফা দিতে পারেন গুলাম নবী আজাদ, শুক্রবার সেই জল্পনাই সত্যি হয়েছে।


You might also like!