বারামুল্লা, ১১ সেপ্টেম্বর : আগামী ১০ দিনের মধ্যেই ঘোষিত হবে নতুন দল। জানিয়ে দিলেন কংগ্রেসের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করা জম্মু-কাশ্মীরের প্রবীণ নেতা গুলাম নবী আজাদ। রবিবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় একটি জনসভায় বক্তব্য রাখার সময় গুলাম নবী আজাদ বলেছেন, "আমার আগামী ১০ দিনের মধ্যেই নতুন দলের নাম ঘোষণা করব।"
খুব বেশি দিন হয়নি কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন গুলাম নবী আজাদ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেস ছেড়েছেন আজাদ। সেই থেকেই জল্পনা চলছিল নতুন দল ঘোষণা করতে পারেন তিনি। সেই জল্পনাকে সত্যি আখ্যা দিয়ে রবিবার তিনি জানিয়েছেন, ১০ দিনের মধ্যেই ঘোষণা করা হবে নতুন দলের নাম।