Country 5 months ago

Ghulam Nabi Azad : গুলাম নবীর নতুন দল "গণতান্ত্রিক আজাদ পার্টি", প্রকাশ্যে এল দলের পতাকা

Ghulam Nabi Azad

 

জম্মু, ২৬ সেপ্টেম্বর : নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ। প্রবীণ এই নেতা নতুন দলের নাম রেখেছেন, "ডেমোক্রেটিক আজাদ পার্টি", অর্থাৎ "গণতান্ত্রিক আজাদ দল"। প্রকাশ্যে এনেছেন দলীয় পতাকাও।

সোমবার জম্মুতে সাংবাদিক সম্মেলন করে গুলাম নবী আজাদ বলেছেন, "আমার নতুন দলের জন্য উর্দু ও সংস্কৃতে প্রায় ১,৫০০টি নাম আমাদের কাছে পাঠানো হয়েছিল। হিন্দি ও উর্দুর মিশ্রণ হল 'হিন্দুস্তানি'। আমরা চাই নামটি হোক গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও স্বাধীন।"

এরপরই নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করে গুলাম নবী আজাদ বলেছেন, আমাদের নতুন দলের নাম ডেমোক্রেটিক আজাদ পার্টি। তিনি প্রকাশ্যে এনেছেন দলীয় পতাকাও। দলীয় পতাকা সম্পর্কে গুলাম নবী আজাদ বলেছেন, "সরিষার রঙ সৃজনশীলতা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য নির্দেশ করে, সাদা শান্তি নির্দেশ করে এবং নীল স্বাধীনতা, উন্মুক্ত স্থান, কল্পনা এবং সমুদ্রের গভীরতা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত সীমা নির্দেশ করে।" উল্লেখ্য, চলতি বছরের ২৬ আগস্ট কংগ্রেস ছেড়েছিলেন গুলাম নবী আজাদ।

You might also like!