Country 6 months ago

Ashoke Gehlot : বিরোধীদের শক্তিশালী হওয়া ভীষণ দরকার, কংগ্রেসের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা গেহলটের

gehlot says will contest election

 

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : কংগ্রেস সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বললেন, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি তা ঠিক হয়েছে। মনোনয়ন পত্র পেশ করার দিনও শীঘ্রই ঠিক হবে। একইসঙ্গে জানালেন, দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিরোধীদের শক্তিশালী হওয়া ভীষণ প্রয়োজন।

শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেহলট বলেছেন, আমি তাঁকে (রাহুল গান্ধী) বহুবার বলেছি, সকলের প্রস্তাব মেনে নিয়ে কংগ্রেস সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করতে। কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, গান্ধী পরিবারের কেউ আর কংগ্রেস সভাপতি হবেন না।"

অশোক গেহলট যদি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, তাহলে কী রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ তিনি ছেড়ে দেবেন, এই প্রশ্নের উত্তরে গেহলট বলেছেন, আমি যদি সভাপতি নির্বাচিত হই, তাহলে পরবর্তী সমস্ত কিছু ঠিক করবেন নেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় মাকেন।

You might also like!