Country

3 months ago

Gautam Adani and Sehwag on Caramondal Expewss Accident : ওড়িশা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিলেন গৌতম আদানি ও শেহওয়াগ

Goutam Adani - Virendra Shewag
Goutam Adani - Virendra Shewag

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহতায় শিহরিত হয়েছে গোটা দেশ। ভয়াবহ অভিজ্ঞতা শুনতে হৃদয় বিদীর্ণ হয়েছে গোটা দেশবাসীর। সমাজ মাধ্যমে দেশের নামজাদা ব্যক্তিত্ব থেকে শুরু করে বিশ্বের বহু রাষ্ট্রনেতার শোকবার্তা ভেসে উঠছে প্রতি ক্ষনে। মানবিকতার ডাকে সাড়া দিয়ে বহু বিশিষ্ঠজন এই পরিস্থিতিতে পীড়িতদের পাশে থাকার ও আশ্বাস দিয়েছেন।এই বিশিষ্ঠ জনেদের তালিকা ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে, এবার সেই তালিকায় সংযোজিত হল আরো দুটি নাম একজন প্রাক্তন ভারতীয় ওপেনার  আর অন্যজন ভারতের অন্যত্তম বিজনেস টাইকুন গৌতম আদানি।   যাঁরা এই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেবেন শেহওবাগ  একই ভাবে ক্ষতিগ্রস্তদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার আশ্বাস দিয়েছেন এই বিজনেস টাইকুন। 

উল্লেখ্য,শুক্রবার সন্ধেয় বালেশ্বরে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। এখনও পর্যন্ত এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮৮ জন। যদিও ওড়িশা সরকারের দাবি, মৃতের সংখ্যা ২৭৫। এগারোশোরও বেশি মানুষ আহত। অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 

You might also like!