গাজিয়াবাদ, ৫ জুন: প্রকাশ্য রাস্তায় মাটির তলা থেকে বেরোচ্ছে আগুন। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের চৌধুরি মোড় এলাকায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ডাকা হয় দমকলকে। আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ।
জানা গেছে, গ্যাসের পাইপলাইন ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দমকলের ইঞ্জিন ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও কীভাবে গ্যাসের পাইপ ফাটলো তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এই অগ্নিকাণ্ডের জেরে রাস্তা দিয়ে যাতায়াত করা কোনও গাড়ির ক্ষতি হয়নি বলেই খবর।