Country

8 months ago

Nation-wide celebration oath-taking ceremony: বারাণসীতে গঙ্গারতি, জম্মু-কাশ্মীরে মোদীর মুখোশ পরে যোগব্যায়াম, প্রধানমন্ত্রীর শপথগ্রহণের আগে উন্মাদনা দেশজুড়ে

PM Modi (File Picture)
PM Modi (File Picture)

 

নয়াদিল্লি, ৯ জুন: রবিবার রাজধানীতে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। উৎসবের মেজাজে দিল্লি।

দিল্লির পাশাপাশি সমগ্র দেশজুড়েই ধরা পড়ছে উন্মাদনার ছবি। এদিন বারাণসীর ঘটে গঙ্গায় দুধ ঢেলে চলে আরতি। অন্যদিকে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরেও ধরা পড়েছে অন্য ধরনের ছবি। মোদীর মুখোশ পরে যোগব্যায়াম করতে দেখা গিয়েছে একদল মানুষকে। মোদীকে অভিনন্দনও জানিয়েছেন তাঁরা।

You might also like!