Country

1 year ago

Ganesh ersion in Maharashtra today : মহারাষ্ট্রে ১০-দিন গণেশ উৎসবের সমাপ্তি, মুম্বইয়ে বিসর্জনকে ঘিরে কড়া নিরাপত্তা

ganesh ersion in maharashtra today
ganesh ersion in maharashtra today

 

মুম্বই, ৯ সেপ্টেম্বর : মুম্বই তথা সমগ্র মহারাষ্ট্রজুড়ে বিষাদের সুর। মহারাষ্ট্রে শুক্রবার সমাপ্ত হয়েছে ১০-দিন ব্যাপী গণেশ উৎসব। শুধুমাত্র মহারাষ্ট্র নয়, এদিন দেশের বিভিন্ন রাজ্যে গণেশ উৎসবের সমাপ্ত হয়েছে।

মুম্বইয়ে গণেশ বিসর্জনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। মোতায়েন থাকে প্রচুর নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন। সকাল থেকেই মুম্বইয়ে গণেশ বিসর্জন চলে। এদিন তেলেঙ্গানাতেও সকাল থেকে চলে গণেশ বিসর্জন। বিষাদের মধ্যে গণপতি বাপ্পাকে বিদায় জানিয়েছেন মহারাষ্ট্রবাসী।

You might also like!