Country

6 months ago

Funeral of Sairas mistri on tuesday : মঙ্গলবার সাইরাস মিস্ত্রির শেষকৃত্য হবে মুম্বইয়ে

Funeral of Sairas mistri on tuesday

 

মুম্বই, ৫ সেপ্টেম্বর  : মঙ্গলবার সকালে মুম্বইয়ের ওরলি শ্মশানে টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির শেষকৃত্য করা হবে। সোমবার সকালে মুম্বইয়ের জেজে হাসপাতালে সাইরাস মিস্ত্রি এবং জাহাঙ্গরি প্যান্ডোলের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিংও করা হয়েছে। এরপর মৃতদেহ দুটি জেজে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাইরাস মিস্ত্রি এবং জাহাঙ্গরি প্যান্ডোল রবিবার গুজরাট থেকে মুম্বই ফেরার পথে পালঘরে সড়ক দুর্ঘটনায় নিহত হন। সাইরাস মিস্ত্রি ছাড়াও গাড়িতে ছিলেন জাহাঙ্গীর প্যান্ডোল, গাইনোকোলজিস্ট অ্যানাইতা পান্ডোল এবং তাঁর স্বামী দারিয়াস প্যান্ডোল। গাড়ি চালাচ্ছিল অ্যানাইতা। পাশে বসে ছিলেন তার স্বামী দারিয়াস। সাইরাস মিস্ত্রি এবং জাহাঙ্গীর পিছনের সিটে বসে ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অ্যানাইতা প্যান্ডোল ও তার স্বামী দারিয়াস প্যান্ডোল। আহত দুজনকে পালঘর জেলা হাসপাতাল থেকে ভাপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।


You might also like!