দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ হাইওয়েতে। যাত্রীবাহী বাস এসে পড়ল গভীর খাদে। যার জেরে মৃত কমপক্ষে ১৫ জন। এবং আহত হয়েছেন আরও ১৫ জন। শুরু হয়েছে উদ্ধারকাজ। আখনুর এলাকায় হাইওয়ের টান্ডা মোরের কাছে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় মানুষ। পরে খবর ছুটে আসে প্রশাসন।