Country

1 month ago

Indian Army : রবিবার সকালে ফের অশান্ত উপত্যকা, জঙ্গিদের খোঁজে অভিযান বাহিনীর

Indian Army  (symbolic picture)
Indian Army (symbolic picture)

 

শ্রীনগর, ১১ আগস্ট : রবিবার সকালে ফের উপত্যকায় শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান।জানা গেছে, সেইসঙ্গে আবারও শুরু হয়েছে সেনা-জঙ্গি গুলির লড়াই। জম্মু ও কাশ্মীরের কোকেরনাগে শনিবার সেনা-জঙ্গি সংঘর্ষের কয়েক ঘণ্টার মধ্যেই কিস্তওয়াড়ে রবিবার সকাল থেকেই সেনা এবং জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এও জানা যাচ্ছে, এদিন কয়েকজন জঙ্গিকে কোণঠাসা করে ফেলে সেনা। উল্লেখ্য, শনিবার কাশ্মীরের কোকেরনাগ এলাকায় জঙ্গি দমন অভিযানে নেমেছিল সেনা। সেইসময় চলে গুলির লড়াই। সেই সংঘাতেই আহত হন দুই সেনা। গুরুতর জখম অবস্থায় তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁদের।

You might also like!