Country

1 year ago

M K Stalin : বিনামূল্যে প্রাতরাশ প্রকল্পের সূচনা করলেন স্ট্যালিন, বললেন আর্থিক সঙ্কটেও বন্ধ হবে না এই স্কিম

M K Stalin
M K Stalin

 

চেন্নাই, ১৫ সেপ্টেম্বর : ডিএমকে দলের প্রতিষ্ঠাতা আন্না দুরাইকে জন্মবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন করে বিনামূল্যে প্রাতরাশ প্রকল্পের সূচনা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বৃহস্পতিবার সকালে বিনামূল্যে প্রাতরাশ প্রকল্পের সূচনা করার পর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আশ্বাস দিয়েছেন, আর্থিক সঙ্কটেও বন্ধ হবে না এই প্রকল্প। বৃহস্পতিবার সকালে ডিএমকে দলের প্রতিষ্ঠাতা আন্না দুরাইকে জন্মবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি জানান, বিনামূল্যে প্রাতরাশ প্রকল্পের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।

স্ট্যালিন এদিন বলেছেন, প্রথম পর্যায়ে ১ লক্ষ ১৬ হাজার শিক্ষার্থীকে সকালের খাবার দেওয়া হবে। আমি সবাইকে আশ্বস্ত করছি যে এই স্কিমটি আরও বিস্তৃত করা হবে। এই প্রকল্পকে কেউ বিনামূল্যে ভাববেন না, এমনটা করা সরকারের দায়িত্ব। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আরও বলেছেন, খাবারের প্রয়োজনে কোনও দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে যেন স্কুল ছাড়তে না হয়। সরকার যতই অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হোক না কেন, এই প্রকল্পটি বন্ধ করা উচিত নয়... আমি সমস্ত সরকারী কর্মকর্তাদের কাছে এই স্কিমটি বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি, ঠিক যেভাবে আপনারা নিজেদের সন্তানদের খাবার দেন।


You might also like!