মানালি, ২১ সেপ্টেম্বর : ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া হিমাচল প্রদেশের মান্ডি শহরকে যানজট থেকে রেহাই দিতে চার লেন বিশিষ্ট কিরাতপুর-মানালি জাতীয় সড়কে চারটি টানেল নির্মাণের কাজ সম্পন্ন করেছে। এই ৪ কিলোমিটার দীর্ঘ টানেল অক্টোবরের প্রথম সপ্তাহেই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই চারটি টানেল উল্লেখযোগ্যভাবে যানজট কমিয়ে দেবে, যা মান্ডি শহরকে জর্জরিত করে, বিশেষ করে পর্যটন মরশুমে।
প্রতি বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা কুল্লু, মানালি এবং লাহাউল ও স্পিতিতে আসায় মান্ডি শহর যানজটের সম্মুখীন হয়। যানজট শুধু পর্যটকদেরই নয়, স্থানীয় মানুষজনকেও প্রভাবিত করে, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। নতুন টানেলগুলি যাতায়াত মসৃণ করবে বলে আশা করা হচ্ছে।