Country

3 weeks ago

UP road accident : উত্তর প্রদেশের এটাহ-তে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৪ জনের, আহত দুই

UP road accident (symbolic picture)
UP road accident (symbolic picture)

 

এটাহ, ২১ আগস্ট : উত্তর প্রদেশের এটাহ জেলায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। নিহতরা ৪ জন একই পরিবারের সদস্যরা। গাড়িতে চেপে দিল্লি থেকে হামিরপুর যাচ্ছিলেন নিহতরা, সেই সময় ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, বুধবার এটাহ জেলার ইকদিল থানা এলাকায় ট্রাক ও গাড়ির মধ্যে জোরালো সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনার একই পরিবারের ৪ জন সদস্যের মৃত্যু হয়েছে। দু'জনকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুনম নামে এক মহিলা ও এক শিশুকন্যা দুর্ঘটনায় আহত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

You might also like!