দিদওয়ানা, ২৯ জুলাই : রাজস্থানের দিদওয়ানায় পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হল ৪টি শিশুর। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিদওয়ানার কেরাপ গ্রামে। পুকুরে ডুবে ৪টি শিশুর মৃত্যু প্রসঙ্গে সোমবার সকালে পুলিশ কর্তা দেবীলাল বলেছেন, “আমরা রবিবার রাত ৯.২০ মিনিট নাগাদ কেরাপ গ্রাম (দিদওয়ানায়) থেকে খবর পাই, কিছু মানুষ একটি পুকুরের কাছে চারটি শিশুর চপ্পল খুঁজে পেয়েছে। গ্রামবাসীরা তাঁদের দু'জনকে বাঁচাতে সক্ষম হয়েছিল, পরে ওই দুই শিশুর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।"
পুলিশ আধিকারিক দেবীলাল আরও বলেছেন, "আমাদের জানানো হয়, আরও দু'টি শিশু এখনও ভিতরে রয়েছে। আমাদের টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। এসডিআরএফ টিম এবং সাঁতারুরাও ঘটনাস্থলে পৌঁছয়। সোমবার ভোররাত দু'টো নাগাদ অন্য দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।