তাওয়াং : অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার সমুদ্রতল থেকে ৮ হাজার ৭০০ ফুট উঁচুতে তৈরি হচ্ছে এক নয়নাভিরাম ফুটবল মাঠ। বিসিসিআই পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে জানানো হয়েছে।
ফেডারেশনের সচিব কিপ অজয় পোস্ট-এর মাধ্যমে জানিয়েছেন, ‘অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার তাওয়াং মাঠে একটি কৃত্রিম ফুটবল টার্ফ ইনস্টলেশন শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে। মাঠটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৭০০ ফুট উঁচুতে। এই প্রথম অরুণাচল প্রদেশের কোনও জেলা ফিফা সার্টিফায়েড কৃত্রিম ফুটবল টার্ফ গ্রাউন্ড তৈরি করতে চলেছে। আশা করি ভবিষ্যতে রাজ্যের প্রতিটি জেলা একটি করে ফিফা স্বীকৃত টার্ফ ফুটবল মাঠ পাবে।’