Country

3 weeks ago

Weather Update: পঞ্জাব-সহ ৪ রাজ্যে কুয়াশার সতর্কতা, বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণ ভারতে

Fog warning in 4 states including Punjab, rain continues in South India
Fog warning in 4 states including Punjab, rain continues in South India

 

নয়াদিল্লি, ১৩ নভেম্বর : পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ ও হরিয়ানায় আগামী কিছু দিন ভোর ও রাতের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি জানিয়েছে, হরিয়ানা, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ ও পঞ্জাবে আগামী বেশ কিছু দিন ভোর ও রাতের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভোরেই পঞ্জাবের লুধিয়ানা ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল।

এদিকে, বৃষ্টি হয়েই চলেছে তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি-সহ কয়েকটি রাজ্যে ১৭ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি ছাড়াও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ উপকূলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।

You might also like!