Country

3 weeks ago

Fog alert in several states: হিমাচল-সহ ৯টি রাজ্যে কুয়াশার সতর্কতা, কেরলে বৃষ্টির সম্ভাবনা

Fog alert in several states
Fog alert in several states

 

নয়াদিল্লি, ১৫ নভেম্বর : হিমাচল প্রদেশ-সহ দেশের ৯টি রাজ্যে ভোরে ও রাতের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই রাজ্যগুলি হল - হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, পঞ্জাব ও সিকিম।

আইএমডি জানিয়েছে, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ভোরে ও রাতের দিকে ঘন কুয়াশা আচ্ছন্ন থাকবে। আগামী কিছু দিন বাকি অন্যান্য রাজ্যগুলিতেও ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। ভোরে ও সকালের দিকে গাড়ির চালকদের বিশেষভাবে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে।

You might also like!