দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিহারের দ্বারভাঙ্গা, পূর্ব চম্পারন, খাগরিয়া এবং মুজাফফরপুর জেলায় বন্যার কারণে বেশ কয়েকটি নতুন অঞ্চল প্রভাবিত হওয়ায় বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ। বাগমতি সহ একাধিক নদী প্লাবিত হওয়ায় বেশ কয়েকটি গ্রাম প্রায় জলের তলায়। একাধিক জেলায় বন্যার ফলে প্রায় ১৬ লক্ষের বেশি বাসিন্দা বিপর্যস্ত বলে জানা গেছে। অন্যদিকে, সুপৌল, সীতামরহি এবং পশ্চিম চম্পারন জেলা সহ অনেক অংশে বন্যার জল কিছুটা কমে যাওয়ায় সেসব অঞ্চলে ত্রাণ কাজ দ্রুত এগোচ্ছে বলে জানা গেছে।