Country

1 month ago

Kaveri and Purna rivers : ফুঁসছে একাধিক নদী, গুজরাটে একাধিক এলাকা জলমগ্ন

Kaveri and Purna rivers (ssymbolic picture)
Kaveri and Purna rivers (ssymbolic picture)

 

আমেদাবাদ, ৫ আগস্ট : একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাটের জনজীবন। প্রবল বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। বিপদসীমার ওপর দিয়ে বইছে কাবেরী ও পূর্ণা নদী। ভাসছে গুজরাটের বিলিমোরার একাংশ। নীচু এলাকার প্রায় হাজারখানেক বাসিন্দাকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে, একাধিক রাস্তায় দাঁড়িয়ে গেছে জল। ফলে ব্যহত হচ্ছে যান চলাচল। তৈরি হচ্ছে যানজট। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করা হচ্ছে প্রশাসনের তরফে।

You might also like!