দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মেঘভাঙা বৃষ্টিতে বিগত কিছুদিন ধরেই বিধ্বস্ত হিমাচল প্রদেশ। গিয়েছে একাধিক প্রাণ। নিখোঁজ বহু। তাঁদের খোঁজে চলছে অভিযান। একসঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় জওয়ান ও আধা সামরিক বাহিনীর সদস্যরা। ধসের কারণে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে একেকটি গ্রাম।
জানা গেছে, এবার লাহৌল-স্পিতিতে মেঘভাঙা বৃষ্টির ফলে নতুন করে কয়েকটি জায়গায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভাসছে বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও রাস্তা। রাস্তায় জলে আটকে পড়ে যানবাহন। তবে এখনও পর্যন্ত নতুন করে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানকার কয়েকটি গ্রামে। তারপর থেকে এখনও জারি আছে উদ্ধারকাজ।