Country

1 week ago

Flood situation in Vijaywada : প্রবল বৃষ্টিতে বিজওয়াড়ায় বন্যা, পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী নাইডু

Flood situation in Vijaywada (symbolic picture)
Flood situation in Vijaywada (symbolic picture)

 

বিজওয়াড়া, ২ সেপ্টেম্বর : প্রবল বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের বিজওয়াড়ায় বন্যা পরিস্থিতি। বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ঘর-বাড়ি, রাস্তাঘাট সব ডুবে গিয়েছে। বিজওয়াড়ায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু গাড়ি জলে ডুবে গিয়েছে। জনজীবন কার্যত বিপর্যস্ত। টানা বৃষ্টিতে বিঘা বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগকবলিত এলাকায় উদ্ধারকাজ চলছে পুরোদমে। এই পরিস্থিতিতে সোমবার সকালে বিজওয়াড়ায় বন্যা পরিস্থিতি নিজ চোখে দেখলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এছাড়াও এনটিআর জেলার ইব্রাহিমপত্তনমে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী নাইডু। সোমবার সকালেই বিজওয়াড়ায় বোটে চেপে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী নাইডু।

You might also like!