Country

1 year ago

Delhi:কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত

Flight services at Delhi airport disrupted due to fog
Flight services at Delhi airport disrupted due to fog

 

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি : কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মঙ্গলবার দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি বিমান দেরিতে চলছে।

বিমানবন্দর থেকে বিমানযাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, সিএটি(ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম)-এর মাধ্যমে বোঝা গেছে যে এখন বর্তমান আবহাওয়া বিমান চলাচলের জন্য অনুকূল নয় সেজন্যই বিমান চলাচলে বিলম্ব হচ্ছে। যাত্রীরা পরবর্তী তথ্য জানতে অবশ্যই এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করুন। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে যে বিমানগুলি যাত্রা শুরু করার জন্য উপযুক্ত আবহাওয়া নেই। এই অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।

ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে যে দিল্লির কিছু অংশে কুয়াশার জন্য দৃশ্যমানতা দ্রুত হ্রাস পেয়েছে৷ ৮০০ মিটার থেকে ১৫০ মিটারে হ্রাস পেয়েছে।


You might also like!