গোলাঘাট (অসম), ১১ মে ঃ গোলাঘাট জেলার অন্তর্গত বোকাখাতে খাদ্যে বিষক্রিয়ার ফলে শিশু সহ পাঁচ মহিলা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। প্ৰাপ্ত খবরে প্রকাশ, গতকাল শুক্রবার বোকাখাত পুর এলাকার ১ নম্বর ওয়াৰ্ডের এক বিয়ে বাড়িতে রিসিপশনের খাদ্য খেয়ে বিষক্ৰিয়ায় আক্রান্ত হয়েছেন শিশু সহ পাঁচ মহিলা৷ অসুস্থদের বোকাখাতের শহিদ কমলা মিরি মহকুমা অসামরিক হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে৷
রোগীরা পেটে ব্যথা, সঙ্গে ডায়ারিয়া সদৃশ উপসর্গ এবং ঘন ঘন বমি হচ্ছিল। উপায়ন্ত হয়ে তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন রোগীরা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে বাড়ির খাদ্য খেয়ে আরও কয়েকজন পেট সংক্রান্ত রোগে আক্রান্ত হয়েছেন। তাঁরা সকলেই নিজের নিজের বাড়িতে চিকিৎসা করিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করছেন৷