Country

6 months ago

Five new research scholarships of UGC : শিক্ষক দিবসে ইউজিসি-র পাঁচ নয়া গবেষণাবৃত্তি

Five new research scholarships of UGC on Teachers' Day

 

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর  : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষক দিবসে পাঁচটি ফেলোশিপ এবং গবেষণা অনুদান চালু করছে। এর মধ্যে অবিবাহিত কন্যা, এবং অবসরপ্রাপ্ত শিক্ষকও।

ইউজিসি-র চেয়ারম্যানের জগদেশ কুমার জানান, সোমবার যে পাঁচটি প্রকল্প চালু হল: একক মেয়ে শিশুর জন্য সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে ফেলোশিপ, ডাঃ রাধাকৃষ্ণান ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য ফেলোশিপ, কর্মরতদের গবেষণা অনুদান এবং নতুন নিয়োগ পাওয়া অর্থাৎ নবীন শিক্ষকদের জন্য ডাঃ ডিএস কোঠারি রিসার্চ গ্রান্ট।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের গবেষণার সুযোগ দেওয়ার লক্ষ্যে 'অতিরিক্ত অনুষদ সদস্য ফেলোশিপ' চালু করা হচ্ছে। এর জন্য ১০০ জনকে নির্বাচিত করা হবে। প্রার্থীদের ফেলোশিপের অংশ হিসাবে প্রতি মাসে ৫০,০০০ টাকা এবং প্রতি বছর আরও ৫০,০০০ টাকা আনুষঙ্গিক হিসাবে দেওয়া হবে।


You might also like!