কলকাতা, ৮ সেপ্টেম্বর : সর্বভারতীয় বাণিজ্য পরীক্ষায় প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে এই খবর জানান।
তিনি লিখেছেন, “বাংলার কৃতিত্বের তালিকায় আরও একটি পালক যোগ হল। ১০,০০০-এর বেশি প্রার্থী থাকা সমস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ সর্বভারতীয় বাণিজ্য পরীক্ষায় (এআইটিটি) সেরা সাফল্যের হার পেয়েছে৷
পশ্চিমবঙ্গের সাফল্যের হার ৯৭.৮%, যেখানে জাতীয় গড় ৮৮.৭%। ভারত সরকারের প্রশিক্ষণ অধিদফতর, আমাদের সমস্ত ৭৬টি পরীক্ষা কেন্দ্রে তাদের প্রতিনিধি পাঠিয়ে এই পরীক্ষা নিয়েছে।”প্রসঙ্গত, কম্পিউটারভিত্তিক এই অনলাইন পরীক্ষা হয় মূলত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিট্যুটের (আইটিআই) পড়ুয়াদের জন্য।