Country

8 months ago

All India Trade Test: সর্বভারতীয় 'ট্রেড টেস্টে' প্রথম পশ্চিমবঙ্গ, টাইটাসে সন্তোষ মমতার

First West Bengal in All India Trade Test
First West Bengal in All India Trade Test

 

কলকাতা, ৮ সেপ্টেম্বর : সর্বভারতীয় বাণিজ্য পরীক্ষায় প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে এই খবর জানান।

তিনি লিখেছেন, “বাংলার কৃতিত্বের তালিকায় আরও একটি পালক যোগ হল। ১০,০০০-এর বেশি প্রার্থী থাকা সমস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ সর্বভারতীয় বাণিজ্য পরীক্ষায় (এআইটিটি) সেরা সাফল্যের হার পেয়েছে৷

পশ্চিমবঙ্গের সাফল্যের হার ৯৭.৮%, যেখানে জাতীয় গড় ৮৮.৭%। ভারত সরকারের প্রশিক্ষণ অধিদফতর, আমাদের সমস্ত ৭৬টি পরীক্ষা কেন্দ্রে তাদের প্রতিনিধি পাঠিয়ে এই পরীক্ষা নিয়েছে।”প্রসঙ্গত, কম্পিউটারভিত্তিক এই অনলাইন পরীক্ষা হয় মূলত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিট্যুটের (আইটিআই) পড়ুয়াদের জন্য।

You might also like!