Country

3 weeks ago

Jammu and Kashmir:জম্মু ও কাশ্মীরে প্রথম দফার ভোটগ্রহণ শুরু, উপত্যকায় আঁটোসাঁটো সুরক্ষা

First phase of polling begins in Jammu and Kashmir, tight security in Valley
First phase of polling begins in Jammu and Kashmir, tight security in Valley

 

শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর : প্রায় এক দশক পরে বুধবার জম্মু ও কাশ্মীরে আবারও বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। জম্মু ও কাশ্মীরের ৯০টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ২৪টি আসনে (কাশ্মীরে ১৬টি এবং ৮টি জম্মুতে) ভোটগ্রহণ শুরু হয়েছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন। প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের চার জেলা— পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর চন্দ্রভাগা উপত্যকার জেলা— ডোডা, কিস্তওয়ার ও রামবানের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। ভোটারদের মধ্যেও যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বুথের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে ভোট হবে এবং ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে। গণনা আগামী ৮ অক্টোবর। ভোটগ্রহণ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন। উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট মাসে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর এই প্রথম ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে।

You might also like!