Country 6 months ago

Fire kills 4 worker in Surat : সুরাটের রাসায়নিক কারখানায় আগুনে মৃত্যু ৪ কর্মীর, আহত ২০ জন

fire kills 4 worker in surat factory

 

সুরাট, ১১ সেপ্টেম্বর : গুজরাটের সুরাটে একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে ৪ জন কর্মীর। এছাড়াও অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ২০ জন। প্রথমে ৩ জনের কোনও খোঁজ পাওয়া না গেলেও পরে তাঁদের দেহ উদ্ধার হয়। শনিবার রাত দশটা নাগাদ সুরাটের সচিন গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এলাকার অনুপম রসায়ন ইন্ডিয়া লিমিটেড ফ্যাক্টরিতে আগুন লাগে।

রাসায়নিক ভর্তি কন্টেনারে তীব্র শব্দে বিস্ফোরণ হয়। শীঘ্রই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। মৃত্যু হয়েছে ৪ জন কর্মীর ও ২০ জন আহত হয়েছেন। আগুন নিভে যাওয়ার পর দেখা যায় ৩ জন নিখোঁজ, পরে তাঁদের দেহ উদ্ধার হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। সুরাট পুলিশের এসিপি আর এল মাভানি জানিয়েছেন, ৪ জন কর্মীর মৃত্যু হয়েছে আগুনে ও ২০ জন আহত হয়েছেন।

You might also like!