ঝাঁসি, ৩০ মে : উত্তর প্রদেশের ঝাঁসিতে আগুন লাগল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রায়ত্ত ইয়েস ব্যাঙ্কের ঝাঁসি ব্রাঞ্চে আগুন লাগে, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে বিস্ফোরণ থেকেই এই বিপত্তি! দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।
পুলিশ ও দমকল জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েস ব্যাঙ্কের ঝাঁসি ব্রাঞ্চে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ব্যাঙ্কের ভিতরের অংশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঝাঁসির সিএফও রাজ কিশোর রাই বলেছেন, স্প্লিট এসি-তে বিস্ফোরণের জেরে এই অগ্নিকাণ্ড। আগুন নিভিয়ে ফেলা হয়েছে, তাপমাত্রা অনেকটাই বেশি, সেই কারণে আগুনের ফুলকি থেকেও আগুন লাগতে পারে।