গাজিয়াবাদ, ৬ জুন: উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভয়াবহ আগুন লাগল একটি দোতলা বাড়িতে। বৃহস্পতিবার ভোরে গাজিয়াবাদের বসুন্ধরা এলাকায় অবস্থিত একটি দোতলা বাড়িতে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ঘরের ভিতরে থাকা সবকিছু আগুনে পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।
মুখ্য দমকল অফিসার রাহুল কুমার বলেছেন, বৃহস্পতিবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ গাজিয়াবাদের বসুন্ধরা এলাকায় অবস্থিত একটি দোতলা বাড়িতে আগুন লাগে। বৈশালী দমকল বিভাগ আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায়। দু'টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালায়। এসি-তে বিস্ফোরণের জেরে আগুনের সূত্রপাত হয়। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।