Country

11 months ago

Fire in Mumbai : মুম্বইয়ের ২২ তলা ভবনে আগুন, আটকে পড়া সাতজনকে উদ্ধার

Fire in 22-storey building in Mumbai(Collected)
Fire in 22-storey building in Mumbai(Collected)

 

মুম্বই, ১৭ নভেম্বর : মহারাষ্ট্রের গ্রান্ট রোড এলাকায় অবস্থিত ধবলাগিরি নামের একটি ২২ তলা ভবনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ভবনে আটকে পড়া সাতজনকে উদ্ধার করে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রান্ট রোডের কাপাসওয়াড়ি এলাকায় অবস্থিত ধওলাগিরি বিল্ডিংয়ের ৮ম তলায় আগুন লাগে। ধীরে ধীরে আগুন পৌঁছে যায় ১১ ও দ্বাদশ তলায়। আগুন লাগার খবর পেয়ে ভবনের সবাই নিচে নেমে এলেও ১৫ তলায় সাতজন আটকা পড়েন।

ঘটনার খবর পেয়ে দমকলের আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।দমকল কর্মীরা ১৫ তলায় আটকে পড়া সাতজনকে নিরাপদে উদ্ধার করে। অনেক চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তদন্ত করছে ডিবি মার্গ থানার পুলিশ। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

You might also like!