চণ্ডীগড়, ৪ সেপ্টেম্বর : দুষ্কৃতীদের গুলিতে উত্তপ্ত হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৪ জন। যার মধ্যে একজন ওই বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের রোহতকে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে।
রাজ্যপাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ছাড়ার ঘণ্টা খানেকের মধ্যেই এই দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়া থেকে অধ্যাপক-অধ্যাপিকাদের মধ্যে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়,গুলিবিদ্ধ চারজনের নাম কুলদীপ, বিদিত, সুশীল হুদা এবং হর্ষ। এঁদের মধ্যে কুলদীপের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে চারজনই স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি। বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে এঁদের লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাতাড়ি গুলি চালায় বলে অভিযোগ। যদিও কারা, কেন এঁদের উপর হামলা চালায় তা স্পষ্ট নয়। তবে টাকা-পয়লা লেনদেন সংক্রান্ত গণ্ডগোলের জেরেই এই হামলা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এদিন মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে এক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেই ভবনের উদ্বোধন করতেই বিশ্ববিদ্যালয়ে আসেন হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। তারপর তিনি বিশ্ববিদ্যালয় ছাড়ার ঘণ্টা খানেকের মধ্যেই দুষ্কৃতী হামলার ঘটনাটি ঘটে।