Country

10 months ago

Fire breaks out on New Delhi-Darbhanga Express: নতুন দিল্লি-দারভাঙ্গা এক্সপ্রেসের স্লিপার কামরায় আগুন, সরিয়ে নিয়ে যাওয়া হল অগ্নিদগ্ধ বগি

Fire breaks out on New Delhi-Darbhanga Superfast Express (File Picture)
Fire breaks out on New Delhi-Darbhanga Superfast Express (File Picture)

 

এটাহ, ১৬ নভেম্বর: উত্তর প্রদেশের এটাহ জেলায় ভয়াবহ আগুন লাগল নতুন দিল্লি-দারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে। বুধবার এটাহ জেলার সরাই ভোপাট রেল স্টেশনের কাছে নতুন দিল্লি-দারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের স্লিপার কামরায় আগুন লাগে। ট্রেনের এস-৬ কামরায় আগুন লাগে, দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ পুড়ে গিয়েছে বগিটি।

রেল সূত্রের খবর, এস-৬ বগিতে ধোঁয়া দেখে স্টেশন মাস্টার ট্রেন থামান। সমস্ত যাত্রীকে নিরাপদে বের করে আনা হয় এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর ট্রেনের ওই বগিটিকে ইঞ্জিন থেকে আলাদা করা হয়, আগুনের লেলিহান শিখায় বগিটি পুড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে ট্রেনের পুড়ে যাওয়া বগিটি ইঞ্জিনের সাহায্যে স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেসের স্লিপার কোচে আগুন লাগার ঘটনায় এসপি (গ্রামীণ) সত্যপাল সিং বলেছেন, "এস-৬ কোচে আগুন লেগেছে। উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। কোনও প্রাণহানি হয়নি। কেউ আহত হয়নি। ট্রেনটি ৩০-৩৫ মিনিটের জন্য দাঁড়িয়েছিল।"

You might also like!