গাজিয়াবাদ, ২২ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের গাজিয়াবাদে আগুন লাগল একটি আবাসনে। বৃহস্পতিবার গভীর রাতে গাজিয়াবাদের ডিএলএফ কলোনি, অঙ্কুর বিহারে অবস্থিত একটি আবাসনে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে, সংজ্ঞাহীন অবস্থায় দু'জনকে উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল অফিসার রাহুল পাল বলেছেন, "বৃহস্পতিবার রাতে ডিএলএফ কলোনি, অঙ্কুর বিহারের এমএম রোডের ধারে অবস্থিত আবাসনে আগুন লাগে। আবাসনের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। রাত ১.১২ মিনিট নাগাদ আমরা আগুন লাগার খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছনোর পর, সেখানে আটকে পড়া মানুষজনকে বাঁচাতে উদ্ধার অভিযান শুরু করি। দু'জনকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে, পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"
দমকল অফিসার আরও জানিয়েছেন, "পার্কিংয়ে থাকা গাড়িতে আগুনের বিষয়ে খবর পাওয়া যায়। আমরা উপরের তলায় মানুষজনের আটকে থাকার খবর পাই। বেসমেন্টে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ১২টি দু'চাকার এবং ৪টি চার চাকার গাড়ি পুড়ে গিয়েছে। দমকলের চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে।” আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।"