Country

1 year ago

Fire breaks out at telengana Hotel : তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে হোটেলে ভয়াবহ আগুন; প্রাণ হারালেন ৮ জন, আহত ৪

Fire breaks out at telengana Hotel
Fire breaks out at telengana Hotel

 

হায়দরাবাদ, ১৩ সেপ্টেম্বর : তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে একটি হোটেলে আগুন লেগে প্রাণ হারালেন মোট ৮ জন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার মধ্যরাতে সেকেন্দ্রাবাদ এলাকায় অবস্থিত একটি হোটেলে আগুন লাগে। গ্রাউন্ড ফ্লোরে ইলেকট্রিক স্কুটার রিচার্জিং ইউনিটে আগুন লাগে, সেখান ধোঁয়া ছড়িয়ে পড়ে প্রথম ও দোতলায়।


পুলিশ জানিয়েছে, একটি বৈদ্যুতিক বাইকের শোরুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শোরুমের উপরে থাকা হোটেলে আগুন ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ওই হোটেলে থাকা ৮ জনের মৃত্যু হয়েছে। হায়দরাবাদের কমিশনার সি ভি আনন্দ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ২৫-৩০ জন ছিলেন ওই হোটেলে। আগুন ও ধোঁয়ায় মৃত্যু হয়েছে ৮ জনের। বাকিরা বহুতল থেকে ঝাঁপ দেন এবং স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন। আহত অবস্থায় সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


হোটেলে আগুনে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মন্ত্রী মহম্মদ মাহমুদ আলি। তিনি বলেছেন, "খুবই দুঃখজনক ঘটনা। দমকল কর্মীরা লজ থেকে মানুষজনকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে কিছু মানুষ মারা যান। লজ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে আমরা তা খতিয়ে দেখছি।"


You might also like!