Country

2 weeks ago

Fire breaks out at Lok Bandhu hospital: লখনউয়ের লোকবন্ধু হাসপাতালে আগুন, সমস্ত রোগী সুরক্ষিত

Massive Fire Breaks Out At Lucknow Hospital, 200 Patients Evacuated
Massive Fire Breaks Out At Lucknow Hospital, 200 Patients Evacuated

 

লখনউ, ১৫ এপ্রিল : অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ালো লখনউয়ের লোকবন্ধু হাসপাতালে। সোমবার রাতে লোকবন্ধু হাসপাতালে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই হাসপাতালে যান উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেছেন, হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে ধোঁয়া দেখা যায়। প্রায় ২০০ রোগীকে অন্যত্র নিরাপদে নিয়ে যাওয়া হয়। গুরুতর রোগীদের কেজিএমইউতে পাঠানো হয়। কিছু রোগীকে সিভিল হাসপাতালেও পাঠানো হয়েছে। চিন্তার কারণ নেই। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সমস্ত রোগী নিরাপদে আছেন। গুরুতর ২-৩ জন রোগীকে কেজিএমইউর আইসিইউ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ কমিশনার অমরেন্দ্র সিং সেঙ্গার বলেছেন, "আমরা লোকবন্ধু হাসপাতালে আগুন লাগার খবর পাই। দমকল বাহিনী এখানে এসে পৌঁছয়। সমস্ত রোগীদের সরিয়ে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কোনও আহত হওয়ার খবর নেই।" জেলা ম্যাজিস্ট্রেট বিশাখ জি আইয়ার বলেন, "লোকবন্ধু হাসপাতালে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দমকল ও উদ্ধার বিভাগের একটি দল পাঠাই। তাঁরা উদ্ধার অভিযান শুরু করে। আইসিইউ, একটি মহিলা ওয়ার্ড এবং আরেকটি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ওয়ার্ডগুলির সমস্ত রোগীকে উদ্ধার করা হয়েছে। তাদের ৩টি হাসপাতালে রেফার করা হয়েছে...এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"

প্রধান দমকল অফিসার মঙ্গেশ কুমার বলেছেন, "আমরা রাত ৯:৪৪ মিনিটে তথ্য পেয়েছি এবং তথ্য পাওয়ার পর আমাদের পুরো টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আমাদের দল সবাইকে নিরাপদে উদ্ধার করেছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।" লোকবন্ধু হাসপাতালের পরিচালক সঙ্গীতা গুপ্তা বলেন, "সকল রোগীকে নিরাপদে সরিয়ে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি... পরিস্থিতি এখন ঠিক আছে।" লখনউয়ের মেয়র সুষমা খারকওয়াল বলেন, "আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের সকল রোগী নিরাপদে আছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই মুহূর্তে, সবাই নিরাপদে আছেন...পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"

You might also like!