Country

2 weeks ago

Major fire in Madhya pradesh: মধ্যপ্রদেশের ভিন্দে কাপড়ের গুদামে আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Major fire in Madhya pradesh
Major fire in Madhya pradesh

 

ভিন্দ, ৩ এপ্রিল : মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় ভয়াবহ আগুন লাগল একটি কাপড়ের গুদামে। গুদামের ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কিন্তু, আগুন ভয়াবহ রূপ নেওয়ায় প্রাথমিকভাবে বেগ পেতে হয় দমকল কর্মীদের। অনেক চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। কোতোয়ালি থানার ইনচার্জ ব্রজেন্দ্র সিং সেঙ্গার বলেন, "বৃহস্পতিবার একটি কাপড়ের গুদামে আগুন লেগেছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে।" ভিন্দের নগর পালিকার সিএমও যশবন্ত বর্মা বলেন, "ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন এবং ট্যাঙ্কার উপস্থিত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কালেক্টর নিকটবর্তী সমস্ত দমকল কেন্দ্রকে অবহিত করেছেন।" এই আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

You might also like!