Country

6 months ago

Fire breaks out at bakery in Hyderabad,:হায়দরাবাদে বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

Fire breaks out at bakery in Hyderabad
Fire breaks out at bakery in Hyderabad

 

হায়দরাবাদ, ৩ জুন : ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার আগুন লাগলো হায়দরাবাদের একটি বেকারিতে । পুড়ে ছাই হয়ে যায় প্রচুর জিনিসপত্র। সোমবার ঘটনাটি ঘটেছে মালাকপেট থানার অন্তর্গত মুসরবাগের একটি বেকারিতে।

জানা গেছে, সোমবার সাতসকালে একটি বেকারিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালাকপেট থানার পুলিশ এবং দমকল বাহিনী। এক দমকল আধিকারিক জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এক পুলিশ আধিকারিক বলেন, সকালবেলা আমাদের কাছে খবর আসে আগুন লাগার। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।


You might also like!