Country 6 months ago

Fire breakout at bus : আহমেদাবাদে আগুন লাগল দাঁড়িয়ে থাকা বাসে, সুরক্ষিত সমস্ত যাত্রীরা

Fire breakout at  bus

 

আহমেদাবাদ, ১৬ সেপ্টেম্বর : গুজরাটের আহমেদাবাদে আগুন ধরে গেল দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। পরে দমকলের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।

আহমেদাবাদ পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে আহমেদাবাদে মেমনগর বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরে যায়। ওই বাসে মোট ২৫ জন যাত্রী ছিলেন। আগুন লাগা মাত্রই বাস থেকে নেমে পড়েন সমস্ত যাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি।

খবর দেওয়া হয় দমকল, দমকলের কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিভিয়েছে। পুলিশ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে কেউ আহত হননি। সকলেই সুরক্ষিত রয়েছেন। আগুনের লেলিহান শিখায় বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে।

You might also like!